শনিবার, ২৬শে জুলাই ২০২৫, ১১ই শ্রাবণ ১৪৩২


পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে তিন পরিবহনের সংঘর্ষে নিহত ২, আহত ২


প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫ ১২:৪৩

আপডেট:
২৬ জুলাই ২০২৫ ২৩:১৮

ছবি সংগৃহীত

পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাস, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ফরিদপুরের সালথা উপজেলার মাসুদ বিশ্বাস (৫৫) ও ফিরোজা বেগম (২৮)। তারা মাইক্রোবাসে ঢাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ফরিদপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে জোরে ধাক্কা দেয়। এসময় পেছনে থাকা একটি বাসও ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগমের মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাম বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top