রবিবার, ২৭শে জুলাই ২০২৫, ১২ই শ্রাবণ ১৪৩২


মাগুরায় সড়কের ওপর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার


প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫ ১২:৫৬

আপডেট:
২৭ জুলাই ২০২৫ ১৬:৪৯

ছবি ‍সংগ্রহিত

মাগুরা শহরের ঋষিপাড়া এলাকায় ছায়াবীথি সড়কে এক কলা ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সড়কের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

নিহত ব্যক্তির নাম ভজন কুমার গুহ (৫৫)। তিনি শহরের কলা ব্যবসায়ী ছিলেন এবং ঋষিপাড়ায় সেলিম রেজার বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত ব্যক্তির বড় ভাই সাধন কুমার গুহ বলেন, তাঁরা দুই ভাই। নিজেদের জায়গাজমি নেই। আগে পৌরসভার সাতদোহা পাড়ায় ভাড়া থাকতেন। চার মাস আগে ঋষিপাড়ায় ভাড়া বাসায় ওঠেন। তিনি রাতের খাবারের জন্য বসছিলেন, এমন সময় বাইরে থেকে ডেকে স্থানীয় লোকজন বলেন যে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।

সাধন বলেন, ‘আমাদের কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। আমার ধারণা, এই বাড়ির আশপাশের কেউই খুন করেছে। আমি আমার ভাইয়ের হত্যায় জড়িত ব্যক্তিদের ফাঁসি চাই।’

খবর পেয়ে মাগুরা সদর থানা-পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবির হাসান (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার কিছু পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করে। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলার সময় আবির হাসানকে সন্দেহ হলে তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর ঘর তল্লাশি করে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top