বৃহঃস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫, ১৬ই শ্রাবণ ১৪৩২


ট্রাক থেকে চাঁদা আদায়

সরিয়ে নেওয়া হলো বেনাপোল স্থলবন্দরের ৬৫ আনসার সদস্যকে


প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫ ১৫:৩০

আপডেট:
৩১ জুলাই ২০২৫ ১২:২৮

ছবি সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৬৫ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের পরিচালক মো. শামীম হোসেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে অভিযুক্ত পিসিওসহ ৬৫ জন আনসার সদস্যকে বদলি করা হয়েছে।

বন্দরের সদ্য যোগদানকারী আনসার কমান্ডার অসিত কুমার বলেন, আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, বেনাপোল স্থলবন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে পিসিওসহ ৬৫ জন বদলি হলেও পরবর্তীতে অন্য অভিযুক্তদেরও বদলি করা হবে।

এর আগে বন্দরে ট্রাক প্রবেশের বিভিন্ন গেট থেকে বকশিশের নামে ট্রাকপ্রতি ১০ টাকা আদায় এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়।

জানা গেছে, বন্দরে আমদানি, রপ্তানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেট পাস পরীক্ষা-নিরীক্ষায় ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্য দায়িত্বে রয়েছেন। বন্দরে ট্রাক প্রবেশ ও ত্যাগের সময় বকশিশের নাম করে ট্রাকপ্রতি ১০ থেকে ২০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এই দুই নিরাপত্তা সংস্থার সদস্যদের বিরুদ্ধে। টাকা নেওয়ার ছবি বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়।

অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়ে সত্যতা পেলে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের বদলি করা হয়। যেকোনো সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, চাঁদা উত্তোলনের অভিযোগে আনসারের পিসিসহ ৬০ জনের অধিক সদস্যকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যে অন্যায় করবে তার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top