শিক্ষার্থীরা না পেলেও বিনামূল্যে বিতরণের বই বিক্রি কেজি দরে, ভিডিও ভাইরাল
প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫ ১১:৫৩
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৭:৪২

বছরের প্রায় সাত মাস কেটে গেলেও শিক্ষার্থীদের অনেকেই এখনও হাতে পাননি নতুন বই। ঠিক এমন পরিস্থিতিতেই বিনামূল্যে বিতরণের জন্য সরকারের বরাদ্দ করা বই বিক্রি হচ্ছে কেজি দরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বই বিক্রির এই ভিডিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঘটেছে এমন ঘটনা। এ ঘটনায় সবশেষ বুধবার (৩০ জুলাই) বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। এর আগে কেজি দরে বই বিক্রির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বছরের সাত মাস চলে গেছে। পর্যাপ্ত বই নেই এই অজুহাতে আমাদেরকে এখনও সব বই দেওয়া হয়নি। অথচ এখন দেখতে পাচ্ছি, আমাদের বই কেজি দরে বিক্রি করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে আওয়ামী লীগের সরকার পতনের পর ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লাকে অব্যাহতি দেওয়া হয়। পরে সুরাইরা পারভীনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ সব সময় ষড়যন্ত্র করে আসছে।
রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম বলেন, নতুন পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি সব বই জব্দ করি। অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে যারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। কোনো অনিয়মকারীকে ছাড় দেওয়া হবে না।
আপনার মূল্যবান মতামত দিন: