চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে হট্টগোল-ধস্তাধস্তি
প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ১৭:২৬
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১৯:৩২

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্রনেতার বক্তব্যে বাধা দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এ ঘটনা ঘটে।
জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা চলছিলো। একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য বিলুপ্ত জেলা কমিটি সদস্যসচিব সাব্বির আহমেদকে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়। এ সময় তাকে বক্তব্য দিতে বাধা দেয় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ইসমাঈল হক সিরাজীসহ তার সমর্থকেরা। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তি হয়। উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ রাখা হয়। পরে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে সাব্বির আহমেদ বলেন, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকায় ভুয়াদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদ করায় একাংশ আমার ওপর ক্ষুব্ধ হয়েছে। এরই জের ধরে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে আমাকে বক্তব্য দিতে বাধা দেওয়া হয়।
অন্যদিকে, ইসমাঈল হক সিরাজী দাবি করেছেন, গত বছরের ৫ আগস্টের আগে জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের যে তালিকা করা হয়েছিলো সেটি পরে বদলে যায়। নতুন তালিকা করে জুলাই আন্দোলনকারীদের যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে সাব্বিরকে বক্তব্য দিতে বাধা দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: