শনিবার, ১৬ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২


খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১০:৩৪

আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ১৩:০৯

ছবি ‍সংগৃহিত

খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংক রূপসা ঘাট শাখায় দরজার তালা ও ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

শুক্রবার রাতে খুলনার রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হয়ে যায়। রাত ১০টার দিকে তিনি জানতে পারেন ব্যাংকের তালা ভেঙে ও ভল্টের তালা ভেঙ্গে টাকা নিয়ে গেছে। ভল্টে ১৬ লাখ টাকার একটু বেশি টাকা ছিল। বর্তমানে তারা ১৪০০ টাকা পেয়েছেন। বাকি টাকা চুরি হয়েছে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বেশ কয়েকটি তালা ভেঙে চোর ব্যাংকের ভিতরে প্রবেশ করেছে। তারপর তালা ভেঙে ভল্টের টাকা চুরি করেছে। তিনি জানান ব্যাংকের সব সময় সিকিউরিটি থাকার কথা। সাধারণত সিকিউরুটি গার্ড এ সময় ছিল না। যখন এই ঘটনা ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top