বাউফলে র্যাবের পোশাকে ছিনতাইয়ের অভিযোগ
প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১২:১৪
আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ২৩:৩১

পটুয়াখালীর বাউফলে র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি আজ রোববার (১৭ আগস্ট) চারদিকে ছড়িয়ে পড়লেও গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলবিলাস বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ নিয়ে এলাকয় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ সিপাই জানান, তিনি স্থানীয় এমএফএস এজেন্ট ও ব্যবসার কাজ শেষ করে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা র্যাবের পোশাক (কটি) পরা তিনজন লোক তাকে হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৪০ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেন। পরে কিছুদূর নিয়ে হাতকড়া খুলে দিয়ে পালিয়ে যাযন তারা।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় ছায়া তদন্ত করছি। অভিযোগের সাপেক্ষে আমরা আইনগত সহযোগিতা নিচ্ছি। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এ ধরনের ঘটনা অত্র এলাকায় এর আগে সংগঠিত হয়নি। বিষয়টি রহস্যজনক মনে হয়েছে।
র্যাব-৮ (পটুয়াখালী) সিপিসি-১-এর কর্মকর্তা মেজর রাশেদ বলেন, দূর থেকে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন। এটা প্রথমবার না, এর আগেও এমন ঘটনা আমরা জেনেছি। এভাবে চলতে থাকলে তো আমাদের সাধারণ মানুষ হেনস্তার শিকার হবে। আমরা এসব বিষয়ে খুব গুরুত্বসহকারে কাজ করি। এ ধরনের কাজ করাই যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এ ধরনের অপকর্ম কোনো ভাবেই টলারেট করা হবে না।
আপনার মূল্যবান মতামত দিন: