সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫, ১১ই কার্তিক ১৪৩২


ছাত্রদল কর্মী জয় হত্যা: প্রধান আসামি আলামিন ও তার ভাই আকাশ জেলহাজতে


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ০৮:২৫

আপডেট:
২৭ অক্টোবর ২০২৫ ০৩:০৪

ছবি সংগৃহীত

পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ ওমর জয় হত্যা মামলার প্রধান আসামি আলামিন (২১) ও তার ভাই আকাশকে (২৪) জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৭ আগস্ট) রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ তাদের আদালতে উপস্থাপন করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার আলামিন ও আকাশ পঞ্চগড় জেলা শহরের নতুনবস্তী এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে। নিহত জয় পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে।

জানা গেছে, গত ৬ আগস্ট রাতে পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয়কে মারধর করে আলামিন ও তার সহযোগীরা। এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন জয়। পরে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই আশরাফ আলী গত ৮ আগস্ট পঞ্চগড় থানায় মামলা করেন। মামলায় আলামিনকে প্রধান আসামি করে মোট ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১১ জনকে আসামি করা হয়।

পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, এজাহারভুক্ত আসামি ঝুনুসহ এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামি আলামিন ও তার ভাই আকাশকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top