রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ২রা ভাদ্র ১৪৩২


গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত পুলিশ কর্মকর্তা


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১৭:০৮

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ২০:২৩

ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে তেলবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক(এসআই) আহত হয়েছেন।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সাড়ে ১২টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর টঙ্গী চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নাসিমা আক্তার (২৮) মাদারীপুর জেলার শিবচর থানার দক্ষিণ বাঁশ কান্দি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের কামাড়জুড়ি এলাকায় বাস করতেন।

এ ঘটনায় মোটরসাইকেল চালক পুলিশ সদস্য সাঈদ হোসেন আহত হয়েছেন। সাঈদ আর্মড পুলিশ ব্যাটেলিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।

আহত পুলিশ সদস্যকে ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পুলিশ সদস্য সাঈদ ও তার ভাবি নাসিমা আক্তার একটি মোটরসাইকেলে চেপে গাজীপুরের কামারজুড়ি এলাকার বাসা থেকে ঢাকায় যাচ্ছিলেন। পরে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর চেরাগ আলী অংশে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি তেলবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাসিমা আক্তার মারা যান। এ সময় গুরুতর আহত হন পুলিশ কর্মকর্তা সাঈদ। পরে খবর পেয়ে পুলিশের সদস্যরা আহত অবস্থায় সাঈদকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। তেলবাহী ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top