রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫, ১১ই কার্তিক ১৪৩২


‘রংপুরে কিডনি-ক্যান্সার-হৃদরোগ বিশেষায়িত ৫৬০ বেডের হাসপাতাল তৈরি হবে’


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ০৯:০৬

আপডেট:
২৬ অক্টোবর ২০২৫ ২৩:০৮

ছবি সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেডের থেকে রোগির সংখ্যা বেশি হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন তারা। তাই সরকার আলাদা করে কিডনি, ক্যান্সার ও হৃদরোগ বিশেষায়িত ৫৬০ বেডের হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছে।

ইতোমধ্যে এটার জন্য বাজেট পাস হয়ে গেছে। আমরা করতে না পারলেও যে সরকার আগামীতে আসবে তারা করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রংপুর মেডিকেলের সিন্ডিকেট প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, কোভিটে অনেক ডাক্তার নার্স ও টেকনোলজিস্টসহ স্বাস্থ্যের সঙ্গে জড়িত অনেকে মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা আছে। কেননা তাদের অবদান ভোলার মতো না। তারপরও যারা সিন্ডিকেটসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত সেই সব ডাক্তার নার্স টেকনোলজিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই যে আন্দোলন হলো, আন্দোলেন অনেকের হাত চলে গেছে, কারো পা চলে গেছে, আবার কারো চোখ চলে গেছে। যারা সিন্ডিকেট করে তারা এগুলো দেখে নাই। তাদের মধ্যে কি কোনো পরিবর্তন হবে না। কাজেই আমার আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয় তাহলে দেশের পরিবর্তন হবে কেমন করে। প্রত্যেককে ভাবতে হবে, আমি কি করছি।

রংপুর শিশু হাসপাতাল চালু প্রসঙ্গে তিনি বলেন, শিশু হাসপাতাল আমি দেখে যাবো, এটা চালু না করার কিছু নেই। হাসপাতাল করতে হলে তার জনবল লাগে, যন্ত্রপাতি লাগে, এগুলো আগের সরকার কোনো পরিকল্পনা করে নাই। এটা আমাদের মাথায় আছে।

এসময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, সিভিল সার্জন ডা. শাহিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তার আগে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। বিকেলে নীলফামারী সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলে নতুন প্রস্তাবিত হাসপাতাল পরিদর্শন করবেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top