যুবকের প্যান্টের পকেটে মিলল ৭০ লাখ টাকার স্বর্ণের বার
প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৯
আপডেট:
২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪১

যশোরে চারটি স্বর্ণের বারসহ অমিত বিশ্বাস (৩১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ৭০ লাখ ৩০ হাজার ১৮ টাকা। আটক অমিত বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অমিতকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬.৪৬ গ্রাম।
৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অমিত জানিয়েছেন— স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশে তিনি নিয়ে যাচ্ছিলেন। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় গমন করছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক অমিতের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: