মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫, ১৮ই ভাদ্র ১৪৩২


শরীয়তপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৭

আপডেট:
২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪১

ছবি সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জান্নাত নামে ৩ বছরের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সখীপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- সখীপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বাদল সরকারের ছেলে ইমন হোসেন (৫) ও শাহ-আলম বেপারীর ছেলে তাওহিদ ইসলাম (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তিন শিশু বাড়ির পাশেই খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের পাশের একটি পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে কিছু সময় পর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায় একটি শিশুর দেহ। পরে গ্রামবাসী পুকুরে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এ সময় জান্নাত নামে আরও এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, দুই শিশু নিখোঁজ হওয়ার পর হঠাৎ গ্রামের লোকজন পানিতে কিছু একটা ভাসতে দেখে। এরপর পানিতে নেমে এক শিশুকে উদ্ধার করা হয়। পরে আরেকজনকেও পানিতেই পাওয়া যায়। কিন্তু ততক্ষণে তারা আর বেঁচে ছিল না। তবে জান্নাতকে পুকুরের পাড়ে পেয়েছি জীবিত অবস্থায়। পরে তাকে হাসপাতালে পাঠিয়েছি।

এ বিষয়ে সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, বাড়ির পাশে খেলতে গিয়ে পরিবারের অসচেতনতায় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top