দিঘিতে পড়ে ছিল হাত-পা বাঁধা মরদেহ
প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১১
আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি দিঘি থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের কানুমাঝির হাট এলাকার শঙ্খ নদীর ধারে একটি দিঘিতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
থানা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি দিঘিতে পড়ে ছিল। মরদেহের কিছু অংশ পানিতে ভাসছিল, কিছু অংশ আটকে ছিল পাড়ের কাদায়। সকালে স্থানীয় বাসিন্দারা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, লাশটির সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: