শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


দিনাজপুরে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের ফ্রি বাস সার্ভিস


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৫

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৭

ছবি সংগৃহীত

৪৭তম বিসিএস পরীক্ষায় রংপুরে অংশ নিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ছাত্রশিবির।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একে একে দশটি মিনিবাস শিক্ষার্থীদের নিয়ে রংপুর পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বাসগুলো ছাড়ে। নিবন্ধিত পরীক্ষার্থীরাই এই পরিবহন সুবিধা গ্রহণ করেন।

শিক্ষার্থীরা বাসে ওঠার পর ছাত্রশিবিরের পক্ষ থেকে তাদের জন্য নাস্তারও ব্যবস্থা করা হয়।

পরীক্ষার্থী নাজমুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে রংপুরের দূরত্ব অনেক। বাস ভাড়া দেওয়া এবং যাতায়াতের দুশ্চিন্তা ছিল। ছাত্রশিবির আমাদের জন্য এই যে পরিবহনের ব্যবস্থা করেছে, এতে আমরা অনেক স্বস্তি পেয়েছি।

পরীক্ষার্থী নুসরাত জাহান জানান, এমন উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার। বিনামূল্যে পরিবহন ও নাস্তা দেওয়ার মতো মানবিক কাজ শিক্ষার্থীদের প্রতি এক বিরল দৃষ্টান্ত।

সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রিয়াদ বলেন, আমরা চাই প্রতিটি শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিক। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক বলেন, বিসিএসসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। অর্থাভাবে বা পরিবহন সংকটে যেন কোনো মেধাবী শিক্ষার্থী পিছিয়ে না পড়ে—সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।

তিনি আরও বলেন, দিনাজপুরের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় একই ধরনের উদ্যোগ নিয়ে পরীক্ষার্থীদের সহায়তা করছে বাংলাদেশ ছাত্রশিবির।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top