সোমবার, ২২শে সেপ্টেম্বর ২০২৫, ৭ই আশ্বিন ১৪৩২


লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের ৪ সদস্য আটক


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫০

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৪

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আনন্দ শাহ পোলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন- ফয়েজ সদর উপজেলার জাহানাবাদ এলাকার ফজর আলীর ছেলে হৃদয়, একই এলাকার মৃত আলী হায়দারের ছেলে সোহেল, পশ্চিম লক্ষ্মীপুত এলাকার আলী আকবরের ছেলে ও শিহাব সমসেরাবাদ এলাকার মো. ইসমাইলের ছেলে। তাদের কাছ থেকে নগদ অর্থসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, আটক ৪ জনই বিকাশ ও নগদ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে তারা বিকাশ নগদের টাকা নিয়ে যায়। ঘটনাস্থল অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৭ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৭ সিম কার্ড, নগদ ৫৯ হাজার ৩৪০ টাকা, ৪টি ডেক্সটপ, ৮টি ফোন চার্জার, ৪টি কিবোর্ড, ১টি পিসি, ১০টি চেক বই, ৬টি মাউস, ৩ হাজার ৩১০ টাকা (নষ্ট), একটি রাউটার, একটি ডিবআর, ২টি ডেবিট কার্ড ও ৫ হাজার ৩৪২ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top