এখনো শুরু হয়নি রাকসুর ভোটগণনা, বাড়ছে প্রার্থীদের ভিড়
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫ ২০:২০
আপডেট:
১৬ অক্টোবর ২০২৫ ২২:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ভোটগণনা শুরুর কথা থাকলেও এখনো তা শুরু হয়নি। এদিকে ভোটগণনা কেন্দ্রের সামনে প্রার্থীদের ভিড় বাড়ছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে গিয়ে দেখা যায়, ভোটগণনা কেন্দ্রের সামনে অপেক্ষায় রয়েছেন রাকসুর প্রার্থীরা। স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগণনা নিশ্চিত করতে কেন্দ্রের সামনে বড় পর্দা (জায়ান্ট স্ক্রিন এলইডি) বসিয়েছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে জানতে চাইলে রাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সারাদিনের কাজ শেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনের কারণে ভোটগণনা শুরু করতে কিছুটা দেরি হচ্ছে। তবে খুব শিগগিরই গণনা শুরু হবে। আমাদের পর্যাপ্ত জনবল রয়েছে, তাই যত দ্রুত সম্ভব আমরা রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের চেষ্টা করবো।
তিনি আরও বলেন, ভোটগণনার স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা জায়ান্ট স্ক্রিন এলইডি বসিয়েছি, যাতে শিক্ষার্থীরা সরাসরি পুরো প্রক্রিয়া দেখতে পারেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: