বৃহঃস্পতিবার, ৩০শে অক্টোবর ২০২৫, ১৫ই কার্তিক ১৪৩২


নির্বাচনে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষ ভূমিকা পালন করবে : ডিসি সোলায়মান


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৫ ১৩:৪০

আপডেট:
৩০ অক্টোবর ২০২৫ ২০:৫১

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেছেন, আগামীতে আমাদের নির্বাচন রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই সমগ্র দেশেই নির্বাচনের কাজ অগ্রাধিকার পাবে। নির্বাচন কমিশন যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেইভাবেই চলব। এছাড়া আগামী নির্বাচনে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।

সভায় সাংবাদিক প্রতিনিধিরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা ও গণসেবার মান উন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয়ে মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানসহ প্রমুখ। এছাড়া জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top