বৃহঃস্পতিবার, ৩০শে অক্টোবর ২০২৫, ১৫ই কার্তিক ১৪৩২


তারেক রহমানের সহায়তার টাকায় জমি কিনবেন জন্মান্ধ গফুর মল্লিক


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৫ ১৫:৪৯

আপডেট:
৩০ অক্টোবর ২০২৫ ২২:০৩

ছবি : সংগৃহীত

ট্রেনে নাড়ু ও বাদাম বিক্রি করা রাজবাড়ীর জন্মান্ধ বৃদ্ধ গফুর মল্লিকের (৭৯) পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের গফুর মল্লিকের বাড়িতে এসে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রতিনিধি দলসহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সহায়তার ১ লাখ ৭৫ হাজার টাকা পৌঁছে দিয়েছেন।

জানা গেছে, ‘জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর' শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হলে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন গফুর মোল্লার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গফুর মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টা, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের সংগঠন দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা অসহায়দের পাশে দাঁড়াচ্ছি। যিনি অসুস্থ, শারীরিকভাবে অক্ষম, যে চোখে দেখতে পায় না, পঙ্গু ব্যক্তি ও নিহতদের পরিবারের কাছে পৌঁছানোর জন্য সংগঠনটি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যিনি মানবিকতার এক প্রতিচ্ছবি। আমরা প্রত্যন্ত অঞ্চলে পাহাড় ডিঙিয়ে গিয়েছি ঋতুপর্ণার বাড়িতে।

তিনি আরও বলেন, আমরা আজ ছুটে এসেছি রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলের গফুর মল্লিকের বাড়িতে। যার দুটো চোখই অন্ধ। সে কিছু মিষ্টান্ন বিক্রি করে জীবনযাপন করে। অনলাইনে গফুর মল্লিকের জীবনের সংগ্রাম দেখেছেন তারেক রহমান। তারেক রহমানের শাশুড়িও দেখেছেন। তারা সবাই গফুর মল্লিকের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি তারেক রহমান সৃষ্টি করেছেন। আমরা এই সংগঠনের পক্ষ থেকে সারাদেশের অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। এটা আমাদের রাজনৈতিক দলের সামাজিক দায়িত্ব হিসেবে আমরা পালন করছি। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এসেছি। গফুর মল্লিকের পাশে তারেক রহমান আছেন।

আর্থিক সহায়তা পেয়ে জন্মান্ধ গফুর মল্লিক বলেন, আল্লাহর হুকুমে তারেক রহমান আমাকে আর্থিক সহায়তা করেছে। তারেক রহমানের দেওয়া আর্থিক সহায়তার টাকা দিয়ে আমি এক পাখি জমি কিনব এবং বাড়িতেই কিছু সদাইপাতি এনে টুকটাক ব্যবসা করব। আর ট্রেনে নাড়ু বিক্রি করব না। বাড়িতে কিছু টুকটাক বানিয়ে বিক্রি করব, বিভিন্ন ওয়াজ মাহফিলে যাব।

তিনি আরও বলেন, আমি তারেক রহমানের জন্য দোয়া করি। জিয়া পরিবারের জন্য দোয়া করি। তারেক রহমান নির্বাচনে পাস করলে আমার সৌভাগ্য হবে। কারণ সে পাস করলে ফের আমার সঙ্গে এসে দেখা করবে।

উল্লেখ্য, গফুর মল্লিক জীবনের অধিকাংশ সময় বাসে ও ট্রেনে ফেরি করে নারকেলের নাড়ু, টেস্টি হজমি ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন এবং শরীরের অধিকাংশ শক্তি হারিয়ে ফেলেছেন। তার স্ত্রীকে নিয়ে সংসার হলেও তাদের কোনো সন্তান নেইকিন্তু নিজের সম্মান রক্ষার্থে আজও কাজ করে যাচ্ছেন, এমনকি নিজের হাতে তৈরি করা নারকেলের নাড়ুবাদাম বিক্রি করেই জীবন ধারণ করতেন

২০২৩ সালের ২৯ মার্চ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এ ‘ভিক্ষা নয়, নাড়ু বিক্রি করে সংসার চালান ৭৬ বছরের জন্মান্ধ গফুর’ শিরোনামে গফুর মল্লিকের কষ্টের জীবন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এরপর তার গল্প বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং কন্টেন্ট ক্রিয়েটর মুন্সী এনায়েত তার কাহিনী নিয়ে একটি ভিডিও তৈরি করেন, যা ৪০ মিলিয়ন ভিউ অর্জন করে। এরপর দেশের নানা প্রান্ত থেকে আর্থিক সহায়তা প্রাপ্তি হয় এবং বাদাম বিক্রি পেশা থেকে অবসর নেন গফুর মল্লিক



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top