নিজের গলায় ছুরি চালালেন আজিজ!
প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২১ ২২:১৭
আপডেট:
২১ আগস্ট ২০২৫ ০৮:৪৩

সিলেটের বিশ্বনাথে নিজ গলায় ছুরি চালিয়ে আবদুল আজিজ (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের মান্দাবাজ গ্রামের কদন আলীর ছেলে। গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মান্দাবাজ গ্রামের কদন আলীর বসতঘরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ ও যুবকের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মান্দাবাজ গ্রামের দরিদ্র কসাই পরিবারের যুবক আবদুল আজিজ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। অনেক ডাক্তার-কবিরাজ দেখিয়েও তাকে স্বাভাবিক করতে পারেনি পরিবার। শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরে তার ভাবির কাছে খাবার চান তিনি। রান্না হলে খাবার দিচ্ছি বলে রান্না ঘরে প্রবেশ করেন ভাবি। এর কিছুক্ষণ পরে তিনি শয়নকক্ষে প্রবেশ করে দেখেন, গবাদি পশু জবাই দেওয়ার ছুরি দিয়ে নিজ গলা কেটেছেন আজিজ। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসেন। ঘটনাস্থলেই মারা যান আজিজ।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আমাদের প্রাথমিক ধারণা, ছুরি দিয়ে যুবক নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: