মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৫ ১৪:২৮
আপডেট:
২০ নভেম্বর ২০২৫ ১৭:০০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীর ওপর মুখোশধারীদের হামলা, দুজনকে তুলে নিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা রাবির কাজলা গেটে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এরপর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে জড়ো হন। তারা হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনকারীরা জানান, বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি খাবার হোটেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী), নাট্যকলা বিভাগের মিনহাজ কাজলা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে মুখে কালো কাপড় বাধা ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে।
মিনহাজকে রামদা দিয়ে আঘাত করে এবং পরে আল ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে ফারাবীকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায়। ওই দুই শিক্ষার্থীর শরীরে বেধড়ক মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। আহত দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। আহত শিক্ষার্থীরা কয়েকজনের নাম দিয়েছে। তবে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মূল্যবান মতামত দিন: