শনিবার, ২০শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


যুবককে পিটিয়ে হত্যার পর পোড়ানোর ঘটনায় গ্রেফতার ৭


প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৫ ১২:৪৯

আপডেট:
২০ ডিসেম্বর ২০২৫ ১৪:২৯

ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার পর আগুনে পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন সাত ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বলে শনিবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

গত বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। পরে মরদেহ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিহত দিপু চন্দ্র দাস তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।

এ ঘটনায় গতকাল শুক্রবার নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে ভালুকা মডেল থানায় মামলা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top