থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪
প্রকাশিত:
১৬ জুলাই ২০২২ ২০:২২
আপডেট:
৬ মে ২০২৫ ০৩:২৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৪ জন প্রাণ হারিয়েছেন। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। তবে তাৎক্ষনিকভাবে হতাহত সবার পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (১৬ জুলাই) ভোরে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল জানান, তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: