সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


সোনার কানের দুলের জন্য গৃহবধূকে খুন, ৩ জনের ফাঁসি


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২২ ০২:০০

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৫:৩৮

ছবি সংগৃহীত

কানের দুলের জন্য গৃহবধূ জামিলা বেগমকে হত্যার অভিযোগে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১১ অক্টোবর) কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ রায় দেন। এ সময় টিটু মিয়া নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার শিকির গাঁও এলাকার রাকিব হোসেন, মানিকারচর এলাকার তছির মিয়া ও শিকির গাও এলাকার সুমন মিয়া। তবে পলাতক রয়েছেন সুমন মিয়া।

আদালতের পিপি মো. জহিরুল ইসলাম সেলিম জানান, ২০১৬ সালে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জামিলা বেগম পান আনতে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তার কানে থাকা সোনার দুলগুলো দেখেন আসামিরা। পরে দুলের জন্য একটি ধইঞ্চার ক্ষেতে নিয়ে তাকে খুন করেন তারা। পরে কানের দুল নিয়ে বিক্রি করে দেন আসামিরা।

তিনি আরো জানান, পরে ২৪ জুন জামিলার গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৫ জুন মেঘনা থানায় একটি মামলা করেন জামিলার স্বামী মো. আবদুল হাকিম। পুলিশ তদন্তে চারজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে। দীর্ঘ তদন্ত এবং সাক্ষ্য প্রমাণ শেষে আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন বিচারক।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top