রবিবার, ১৮ই জানুয়ারী ২০২৬, ৫ই মাঘ ১৪৩২


রিহ্যাবে সব পদে সরাসরি ভোট, নির্বাচন ফেব্রুয়ারিতে


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬ ১১:৫২

আপডেট:
১৮ জানুয়ারী ২০২৬ ১৫:১৭

ছবি-সংগৃহীত

আবাসন খাতের সংগঠন ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে সব পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন সংগঠনটির সদস্যরা।

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনের সব পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। রিহ্যাব নির্বাচন বোর্ডের তথ্য অনুযায়ী, সভাপতি, প্রথম সহ সভাপতি, সহ সভাপতি ও পরিচালকসহ সব পদেই এবার প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হবে। এর ফলে সংগঠনের সদস্যরা সরাসরি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। যথাসময়ে ভোট অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ জানুয়ারি) রিহ্যাবে সংশ্লিষ্ট কর্মকর্তা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছে।

এবার পরিচালনা পর্ষদের ২৯টি পদে সবাই সরাসরি ভোটে নির্বাচিত হবেন। নির্বাচনে অংশ নেবে আবাসন ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও হৃদয়ে বাংলাদেশ নামের তিনটি প্যানেল। এদের মধ্যে ঐক্য পরিষদ পুরো প্যানেল নিয়ে নির্বাচনে লড়বে। গত নির্বাচনে তারা ২৯টি পরিচালক পদের ২৫টিতেই জয়ী হয়েছেন। তবে অন্য প্যানেল দুটির বেশির ভাগ পদেই প্রার্থী নেই।

এবার সভাপতি পদে লড়বেন তিনজন। এর মধ্যে আছেন বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, নবো উদ্যোগের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের সেলিম ও গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আলী আফজাল। সিনিয়র সহসভাপতি পদে লড়বেন বর্তমান প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভুঁইয়া ও সহসভাপতি আব্দুর রাজ্জাক।

৪টি সহসভাপতি পদের বিপরীতে প্রার্থী থাকবেন মোট ১০ জন। এদের মধ্যে সভাপতি-১ এর জন্য পারফেক্ট হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক এ এম মহিব উদ্দিন, আক্তার প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আক্তার বিশ্বাস ও অ্যাসিউর বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাদি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সহসভাপতি-২ এর জন্য প্রার্থী হয়েছেন আবেদ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ, ন্যাচারাল রিয়েল এস্টেটের চেয়ারম্যান দেওয়ান নাসিরুল হক ও রাজা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া সেলিম রাজা পিন্টু।

সহসভাপতি-৩ এর জন্য লড়বেন র‍্যামস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া ও রিচমন্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক এএফএম ওবায়দুল্লাহ। সহসভাপতি (অর্থ) পদের জন্য লড়বেন অ্যাম্বিত বিল্ডার্সের চেয়ারম্যান হারুন অর রশিদ ও অনির্বাণ অ্যাসেটসের চেয়ারম্যান শেখ মো. শোয়েব উদ্দিন।

এছাড়া চট্টগ্রাম থেকে একটি সহসভাপতি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এয়ার বেল ডেভেলপমেন্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্ক্যান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম ভুঁইয়া, অমিতি অ্যাপার্টমেন্ট অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন আহমেদ ও সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্টের চেয়ারম্যান মোর্শেদুল হাসান। পরিচালনা পর্ষদে মোট পরিচালক নির্বাচিত হবেন ২২ জন। এর মধ্যে ঢাকা থেকে পরিচালক হবেন ২০ জন। এজন্য ভোটে লড়বেন ৩৯ জন। আর চট্টগ্রাম থেকে দুটি পরিচালক পদের বিপরীতে লড়বেন তিনজন।

এবারের নির্বাচনে ঢাকায় ভোটার ৪৬১টি এবং চট্টগ্রামে ৫৮টি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top