আফরান নিশোর ‘শ্বাসরুদ্ধকর’ ১ মিনিট ২১ সেকেন্ড!
প্রকাশিত:
৬ জুন ২০২৩ ০২:৩৬
আপডেট:
৯ মে ২০২৫ ১৩:৩১

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলা ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রথম ঝলকেই শ্বাসরুদ্ধকর ১ মিনিট ২১ সেকেন্ড উপহার দিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
সোমবার (৫ জুন) ভয়ংকর কিছুর পূর্বাভাস দিয়ে প্রকাশ পেয়েছে এই অভিনেতার লুক। এদিন ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির অফিসিয়াল ফোরটেস্ট। যার বাংলা হলো আনুষ্ঠানিক পূর্বাভাস। ১ মিনিট ২১ সেকেন্ডের এই পূর্বাভাসে নানারূপে দেখা মিলেছে নিশোকে। কখনও ইলেকট্রিশিয়ান, কখনও জেলখানার কয়েদি, কখনও আবার প্রেমিকরূপে।
এছাড়া নিশো বাদেও দেখা মিলেছে অভিনেত্রী তমা মির্জার। অনেকটা অবোলা নারীর চরিত্রে তাকে দেখা গেলেও পূর্বাভাসের শেষটা হয় আফরান নিশোর ভয়ংকর হাসি আর নিঃশ্বাসের শব্দে।
জমকালো আয়োজনে ফেব্রুয়ারির শেষদিনে হয়েছিল ‘সুড়ঙ্গ’ সিনেমার মহরত। মার্চের প্রথম সপ্তাহেই শুরু হওয়া এই সিনেমার শ্যুটিং চলেছে কয়েক লটে। সিলেটের সুনামগঞ্জের দুর্গম এলাকা, চট্টগ্রামের বিভিন্ন এলাকাসহ ঢাকার অনেক স্থানেই শ্যুটিং হয়েছে সিনেমাটির।
‘সুড়ঙ্গ’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। প্রযোজনা করছে আলফা আই স্টুডিওজ ও চরকি। নির্মাতা হিসেবে রয়েছেন ‘পরাণ’ দিয়ে মন জয় করা নির্মাতা রায়হান রাফী।
আপনার মূল্যবান মতামত দিন: