সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


করোনা আক্রান্ত তানজিন তিশা


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২০ ০১:৫৩

আপডেট:
৬ অক্টোবর ২০২০ ১৪:৫৯

তানজিন তিশা। ছবি-সংগৃহীত

কোভিড-১৯ পরীক্ষা করার দুদিন আগে থেকেই তানজিন তিশার জ্বর। স্বাদ-ঘ্রাণ পাচ্ছিলেন না। এদিকে হাতে তাঁর বেশ কয়েকটি কাজ। লক্ষণে করোনা সন্দেহ হওয়ায় ভেবেছেন পরিবার ও সহকর্মীদের কথা। নিজ উদ্যোগে হাসপাতালে গিয়ে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।

গতকাল রোববার রাতে যখন সেই পরীক্ষার রিপোর্ট হাতে পেলেন, জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

আজ সোমবার বিকেলে করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন তানজিন তিশা। তিনি বলেন, ‘এমনি ভালো আছি। জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। হালকা কাশিও আছে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছি। শুটিং ও সব কাজ বাতিল করেছি।’

তানজিন তিশা জানান, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া আমার দায়িত্ব। সেটা ভেবে যখনই জ্বরাক্রান্ত হই এবং কোনো খাবারের স্বাদ পাচ্ছিলাম না, মনে মনে ভাবলাম, এটা হয়তো করোনারই লক্ষণ।’ তিশা বলেন, ‘আমি যেহেতু নিয়মিত কাজ করছি এবং সামনে অনেকগুলোর কাজের ব্যাপারে কথাবার্তাও চূড়ান্ত হয়ে আছে, তাই হয়তো অনেকের সংস্পর্শে যেতে হবে। শুটিং করলে আমার সংস্পর্শেও অনেকে আসবেন।

তাই ভাবলাম, কাজ শুরু করার আগে আমার নিজের, পরিবারের এবং সহকর্মীদের নিরাপত্তার কথা ভেবে কোভিড-১৯ টেস্ট করা দরকার। উপসর্গ নিয়ে নিজে থেকেই দ্রুত ছুটে যাই হাসপাতালে, পরীক্ষা করাই। এরপর জানতে পারি, আমি করোনা আক্রান্ত। বাসার সবাইকে জানিয়ে আমি হাসপাতাল থেকে ফিরে আইসোলেশনে চলে যাই। বাসার মধ্যে আমি আমার রুমে একা আছি। বাইরে থেকে মা খাবার দিয়ে যাচ্ছেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top