ধর্ষণের অভিযোগে ভারতের টিভি অভিনেতা গ্রেফতার
প্রকাশিত:
৫ জুন ২০২১ ১৮:০৭
আপডেট:
২১ আগস্ট ২০২৫ ২১:৫২

ধর্ষণের অভিযোগে ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা পার্ল ভি পুরিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। শনিবার (০৫ জুন) এ খবর প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সঞ্জয় পাতিল জানান, ঘটনাটি পুরনো। ১৭ বছরের ওই মেয়ে ও তার মা থানায় আমাদের কাছে এসে অভিযোগ করে। আমরা দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) ও যৌনতাবিষয়ক অপরাধ থেকে শিশুর সুরক্ষা আইনে মামলা নিবন্ধন করেছি। পার্লকে রিমান্ডে নেওয়া হয়েছে।
ভারতের জনপ্রিয় টিভি শো 'নাগিন'র তৃতীয় মৌসুমে কাজ করেছিলেন পার্ল ভি পুরি। তাকে শেষবার দেখা গেছে 'বক্ষ্মাস্ত্র টু'তে।
আপনার মূল্যবান মতামত দিন: