নুসরাত ফারিয়ার জন্মদিন আজ
 প্রকাশিত: 
 ৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:১৪
 আপডেট:
 ৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:১৫
                                মধ্যরাতে মুঠোফোনে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার উত্তর, শুটিংয়ে। বিজ্ঞাপনের শুট। তাঁর বিপরীতে কাজ করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। শুট শেষের দিকে।
কাজের কথা যখন উঠল, কাজের আলাপ আগে সেরে নেওয়া যাক। কলকাতার সিনেমাগুলোর কী খবর? ফারিয়া জানালেন, ‘এখনও তো এয়ার খোলেনি, খুললেই কাজগুলো শুরু করতে পারব; সম্ভবত অক্টোবরে, যদিও নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না।’
আর দেশের চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালায় ‘গুনিন’ শিরোনামে যে ফিচার ফিল্মে কাজ করার কথা, সেটার শিডিউল এখনও লক হয়নি।
এবার অন্য প্রসঙ্গে আসা যাক। বুধবার (৮ সেপ্টেম্বর) নুসরাতের জন্মদিন। বিশেষ দিনে নায়িকার পরিকল্পনা কী? নুসরাত জানালেন, ‘তেমন পরিকল্পনা নেই। পরিবারের সঙ্গে কাটাব।’
ছোটবেলা আর বড়বেলার জন্মদিনে পার্থক্য আছে নিশ্চয়ই। সেটা কেমন জানিয়েছেন এভাবে, ‘ছোটবেলার জন্মদিনে আব্বু-আম্মুরা কেক কিনে নিয়ে আসত, এখন নিজের কেক নিজেই কিনি।’
জীবন থেকে একটা বছর চলে গেল, জীবন নিয়ে এখন উপলব্ধি কী আপনার? ফারিয়া যে উপলব্ধির কথা শোনালেন সেটা এমন, ‘যত দিন যাচ্ছে, আমার মনে হচ্ছে নিজেকে ভালোবাসতে শিখছি, নিজের পরিবারকে ভালোবাসতে শিখছি এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে ইদানীং আরও বেশি ভালো লাগে। আগে যেটা হতো, কাজ কাজ কাজ প্রচুর কাজ... প্রচুর কাজ করতে হবে। এখন মনে হচ্ছে, কাজও করতে হবে আবার লাইফও এনজয় করতে হবে—এখন এমন একটা মানসিকতা হয়ে গেছে।’
জন্মদিনে ভক্তরা অন্তর্জালে শুভেচ্ছায় ভাসান। এই দিনে ভক্তদের জন্য কিছু বলতে চান? ‘ভক্তদের দোয়া করতে হবে আমার জন্য; যেন ভালো ভালো কাজ করতে পারি। ইদানীং দেখছি অনেক অনলাইন পত্রিকায় আমি সিনেমা ছাড়ছি, বাগদান হয়ে গেছে... এমন গুজব ছড়াচ্ছে। এসব কথা যেন তারা বিশ্বাস না করে,’ একনাগাড়ে বলে গেলেন চিত্রনায়িকা।
বাগদানের কথা যখন উঠলই, বিয়ের খবর কবে দেবেন? ফারিয়ার উত্তর, ‘আপাতত দু-তিন বছরের মধ্যে কোনও পরিকল্পনা নেই। কাজে ফোকাস করতে চাই।’ কথার ইতি হলো এখানেই।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: