বৃহঃস্পতিবার, ৮ই জানুয়ারী ২০২৬, ২৫শে পৌষ ১৪৩২


কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কারিনা


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬ ১৬:২৭

আপডেট:
৮ জানুয়ারী ২০২৬ ২০:৩৯

ছবি : সংগৃহীত

সম্পর্কের গুঞ্জনে গত বছর জুড়ে আলোচনায় ছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। বলিউডে কানাঘুষা শোনা যাচ্ছিল অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে নাকি প্রেম করছেন। এবার নতুন বছরের শুরতেই নতুন নারীর সঙ্গে নাম জড়িয়েছেন কার্তিক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতের গোয়ায় ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন কার্তিক। অভিনেতা যে বিচে শুয়ে ছবি দিয়েছেন, সেই এক বিচে, একই জায়গা থেকে শুয়ে ছবি দিয়েছেন গ্রিসের কারিনা কুবিলিয়ত। দুইজনের ছবির স্থান এবং অ্যাঙ্গেল মিলে যাওয়া প্রেমের গুঞ্জন ওঠে।

কার্তিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নজর এড়ায়নি গ্রিস সুন্দরী কারিনার। এই ইস্যুতে নীরবতা ভেঙেছেন তিনি। এক পোস্টে তিনি লেখেন, ‘আমি ওর বান্ধবী নই। লুইস ভাই চুপ করো।’তার এই পোস্টের মাধ্যমে কার্তিকের সঙ্গে প্রেমের গুঞ্জনের অবসান ঘটেছে।

জানা গেছে, কারিনা গ্রিসের বাসিন্দা। বর্তমানে ইংল্যান্ডে পড়াশোনা করছেন। ভারতের একাধিক গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে দাবি করেছেন তার বয়স মাত্র ১৮ বছর।

কার্তিকে শেষবার দেখা যায় ‘তু মেরি ম্যায় ম্যায় মে তেরা তু মেরি’ ছবিতে। রোমান্টিক কমেডি জনরার ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top