রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৮শে পৌষ ১৪৩২


‘কৃশ ফোর’ নিয়ে বড় ইঙ্গিত হৃতিকের


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৬ ০৯:৫০

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ২১:১৮

ছবি-সংগৃহীত

বলিউড তারকা হৃতিক রোশানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’-এর চতুর্থ কিস্তি নিয়ে ভক্তদের অপেক্ষার যেন শেষ নেই। দীর্ঘ প্রতীক্ষার পর এবার নিজের জন্মদিনে ‘কৃশ ফোর’ নিয়ে বড় ইঙ্গিত দিলেন এই অভিনেতা।

গত শনিবার (১০ জানুয়ারি) ৫২ বছরে পা দেন এই অভিনেতা; বিশেষ এই দিনেই ছবিটির ফেরার আভাস দিয়েছেন তিনি।

জন্মদিন উপলক্ষে হৃতিক রোশান নিজের শরীরচর্চার একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, জিমের পোশাকে শরীরচর্চায় ব্যস্ত। তবে সবার নজর কেড়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেখানে বাজছিল ‘কৃশ’ সিনেমার জনপ্রিয় গান ‘দিল না দিয়া’। ভিডিওর একদম শেষ পর্যায়ে হৃতিক ক্যামেরার স্ক্রিনে ‘কৃশ’-এর সেই পরিচিত মাস্ক বা মুখোশটি দেখান।

তবে লিখিতভাবে কোনো ঘোষণা না দিলেও এই বার্তা নতুন সিক্যুয়েলের ইঙ্গিতই দিচ্ছে; যা নিয়ে এখন নেটমাধ্যমে বেশ আলোচনা।

‘কৃশ ফোর’ নিয়ে অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। এর আগে অভিনেতা ও পরিচালক রাকেশ রোশন জানিয়েছিলেন, চিত্রনাট্য প্রস্তুত থাকলেও মূলত বিশাল বাজেটের কারণেই সিনেমার কাজ শুরু করতে দেরি হচ্ছিল। তবে সম্প্রতি একটি জুতসই বাজেট চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, হৃতিক নিজেই এই কিস্তি পরিচালনা করতে পারেন এবং যশরাজ ফিল্মসের সঙ্গে যৌথভাবে এটি নির্মিত হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top