বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬, ১লা মাঘ ১৪৩২


মুক্তির আগেই বিপাকে শাহিদের ‘ও রোমিও’


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৬ ১৯:০০

আপডেট:
১৪ জানুয়ারী ২০২৬ ২২:২৬

ছবি-সংগৃহীত

বলিউড অভিনেতা শাহিদ কাপুরের নতুন সিনেমা ‘ও রোমিও’ নিয়ে শুরু থেকেই ভক্তদের মাঝে ছিল তুঙ্গে উন্মাদনা। সিনেমার টিজার মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় চর্চা চলছিল এটি বছরের অন্যতম ব্লকবাস্টার হতে যাচ্ছে। কিন্তু সেই খুশির খবরে এবার জল ঢেলে দিল আইনি জটিলতা। মুক্তির আগেই বড়সড় বিপাকে পড়েছে শাহিদ কাপুরের এই আলোচিত প্রজেক্ট।

আশির দশকের মুম্বাইয়ের ত্রাস ও আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার হুসেন উস্তেরার জীবনের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। হুসেন ছিলেন কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী। তবে পরবর্তীতে দাউদের হাতেই তার মৃত্যু হয় বলে ইতিহাসে প্রচলিত রয়েছে। পর্দায় এই হুসেন উস্তেরার চরিত্রেই অভিনয় করছেন শাহিদ কাপুর।

সিনেমাটি নিয়ে আপত্তির মূল কারণ হিসেবে সামনে এসেছেন হুসেন উস্তেরার মেয়ে সনোবর। তার দাবি, তার বাবার জীবনকে পর্দায় যেভাবে চিত্রায়িত করা হয়েছে, তা নিয়ে পরিবারের কোনো অনুমতি নেওয়া হয়নি। এই অভিযোগে তিনি ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন। একইসঙ্গে মানহানি ও অন্যান্য ক্ষতির কারণ দেখিয়ে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

সনোবর জানিয়ে দিয়েছেন, আর্থিক ক্ষতিপূরণ তো বটেই, তার লিখিত অনুমতি ছাড়া এই সিনেমা কোনোভাবেই মুক্তি দেওয়া যাবে না। শাহিদের চরিত্রটি নিয়ে যে ধরনের নেতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতেই আপত্তি জানিয়েছেন তিনি।

যদিও সিনেমার নির্মাতারা এখনো সরাসরি স্বীকার করেননি যে এটি হুসেন উস্তেরার বায়োপিক। তবে টিজার প্রকাশের সময় তারা জানিয়েছিলেন, সিনেমাটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। এখন এই আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়ে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায় কি না, সেটাই দেখার বিষয়। আপাতত বিটাউনে শাহিদের ‘ও রোমিও’ নিয়ে বইছে বিতর্কের ঝড়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top