রবিবার, ১৮ই জানুয়ারী ২০২৬, ৪ঠা মাঘ ১৪৩২


হৃতিককে নিয়ে বিস্ফোরক কঙ্গনা!


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬ ২২:০৪

আপডেট:
১৮ জানুয়ারী ২০২৬ ০২:২০

ছবি-সংগৃহীত

বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াত ঠোঁট কাটা হিসেবে বেশি পরিচিত। একসময় গুঞ্জন ওঠে হৃতিক রোশনের সঙ্গ সম্পর্কের জড়িয়েছেন। তাবে সম্পর্ক বেশিদিন টেকেনি। সম্পর্ক ভেঙে গেলে অভিনেতার বিরুদ্ধে নানা মন্তব্য করতে শুরু করেন কঙ্গনা। ফের প্রাক্তনকে নিয়ে সরব হলেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন এক ট্রেন্ড শুরু হয়েছে। তারকা থেকে সাধারণ মানুষ ২০১৬ সালের নানা ছবি ভাগ করে নিয়েছেন। কঙ্গনাও তেমনটা করেছেন। অভিনেত্রী ২০১৬ সালের যে সব ছবি দিয়েছেন, সেখানে কঙ্গনার নিজের ছবি ছাড়াও ছিল, ‘রঙ্গুন’ ছবির তারকা শাহিদ কপূর সঙ্গে ছবি।

সে ছবির ক্যাপশনে লেখেন, ‘‘২০১৬ সালের জানুয়ারি মাসের আগে পর্যন্ত জীবনটা অন্যরকম ছিল। একের পর এক হিট দিচ্ছি। ‘কুইন’ থেকে ‘তনু ওয়েডস মনু’-এর মতো ছবি করেছি। সেই সময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাওয়া অভিনেত্রী ছিলাম। কিন্তু সেই সময় আমার এক সহকর্মী এক আইনি নোটিশ পাঠালেন। তারপরই ইন্ডাস্ট্রিতে বহিরগত ও অন্দরের লোকেদের মধ্যে ভাগ হয়ে গেল। আমার জীবনের মোড় ঘুরে গেল। আমার ক্যারিয়ার একেবারে নাটকীয় গতিপথ নিল। জীবনটা বিষিয়ে গেল মনে হচ্ছিল নরকে বাস করছি।’’

এদিকে সহকর্মীর নাম উল্লেখ না করলেও নেটিজেনদের আন্দাজ হৃতিককে লক্ষ্য করেই তীর ছুঁড়েছেন অভিনেত্রী। ২০১৬ সালে অভিনেতা আইনি নোটিশ পাঠিয়েছিলেন কঙ্গনাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top