দেশে তামাকের কারণে ক্ষতিগ্রস্ত সাড়ে ৭ কোটিরও বেশি মানুষ
 প্রকাশিত: 
 ১৫ জুলাই ২০২৪ ১১:০৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৬:৫২
                                দেশে তামাকের কারণে ক্ষতিগ্রস্ত হন ৭ কোটি ৬২ লাখ মানুষ। এর মধ্যে তিন কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করেন এবং ৩ কোটি ৮৪ লাখ মানুষ পরোক্ষভাবে ধূমপানের শিকার হন।
সোমবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে (বিএমএ) আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য দেওয়া হয়। '২০৪০ সালে তামাকমুক্ত বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে আমাদের করণীয়' শীর্ষক অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অরগানাইজেশান অব দ্য রুরাল পুয়র (ডরপ) ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
তামাক ব্যবহারের আর্থিক ও স্বাস্থ্য ক্ষতি -
১. দেশের ৩৫ দশমিক ৩ শতাংশ বা প্রাপ্তবয়স্ক তিন কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করেন।
২. পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন তিন কোটি ৮৪ লাখ মানুষ।
৩. তামাক ব্যবহারে পঙ্গুত্ব বরণ করেন তিন লাখ ৮২ হাজার মানুষ।
৪. বিশ্বজুড়ে প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান আটটি কারণের ৬টির সঙ্গেই তামাক জড়িত।
৫. বাংলাদেশ ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী তামাক ব্যবহারকারীদের তামাকজনিত রোগ যেমন- ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি ৫৭ শতাংশের বেশি। এ ছাড়া, তামাকজনিত অন্যান্য ক্যান্সার হওয়ার ঝুঁকি ১০৯ শতাংশের বেশি।
৬. টোব্যাকো অ্যাটলাসের ২০১৯ সালের তথ্য অনুযায়ী তামাক ব্যবহারের কারণে প্রতি বছর এক লাখ ৬১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেন। অর্থাৎ প্রতিদিন ৪৪২ জন মানুষ মারা যান। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের তথ্যে বছরে মোট মৃত্যুর ১৯ শতাংশ তামাকের কারণে হয়ে থাকে।
৭. ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ব্যয়ের পরিমাণ ৩০ হাজার ৫৬০ কোটি টাকা, অথচ একই সময়ে (২০১৭-১৮) তামাক খাত থেকে সম্পূরক শুল্ক ও মূসক বাবদ অর্জিত রাজস্ব আয়ের পরিমাণ মাত্র ২২ হাজার ৮১০ কোটি টাকা। নিট ব্যয় প্রায় ৮ হাজার কোটি টাকা।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: