স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
‘মিলনের আত্মত্যাগ শিখিয়েছে স্বৈরাচার নিপাত যাবেই’
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৪ ১৪:০২
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১৭:১৯

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে স্বৈরাচার নিপাত যাবেই। এরই ধারাবাহিকতায় আমরা স্বৈরাচার হাসিনারও পতন ঘটিয়েছি।
বুধবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
নূরজাহান বেগম বলেন, যারা গণতন্ত্রের পক্ষে থাকে, গণতন্ত্রের কথা বলে তাদেরই তো আমরা শ্রদ্ধা করব। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনে ডা. মিলন চলে গেছেন কিন্তু দেশবাসী উনাকে স্মরণ করছে। আমরা যেখানেই থাকি, ঘরে বাইরে, আজকের এ দিবসটিকে আমরা মনে রাখি।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ডা. মিলন চলে গেছেন, মা তার সন্তানকে হারিয়েছেন। আমি চাই বাংলাদেশের আর কোনো মা যেন তার সন্তানকে না হারান। স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও অনেক মায়ের বুক খালি হয়েছে। এই কষ্টটা আর কোনো মায়ের পাওয়া উচিত নয়। কাজেই যার যার জায়গা থেকে দেশটা ভালো থাকুক, আমরা এটাই চাই।
তিনি আরও বলেন, শহীদেরা যে রক্ত আমাদের আন্দোলনে দিয়ে গেছে– কেউ দু’চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ৫২’র ভাষা আন্দোলন, মিলনের আত্মত্যাগ আমাদের এটা শিখিয়েছে যে স্বৈরাচার নিপাত যাবেই।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেনসহ চিকিৎসক, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা।
আপনার মূল্যবান মতামত দিন: