শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ২০ বিশেষজ্ঞ চিকিৎসক


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৩ ০৩:২৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৬:৫৩

প্রতিকী ছবি

দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসককে তৃতীয় গ্রেডে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব সারমিন সুলতানা সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে পরিপেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ২০ চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক শূন্য পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হলো।’

পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে ইন্টারভেনশনাল নিউরোলজির একজন, অ্যাডাল্টা সাইকিয়াট্রির একজন, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজির একজন, ক্লিনিক্যাল নিউরোসার্জারির আটজন, গামা নাইফের একজন ও হেমাটোলজির একজন, রেডিওথেরাপির একজন ও ইএনটি বিভাগের ছয়জন রয়েছেন।

তারা হলেন-

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. কাজী মহিবুর রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাডাল্ট সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. শাহ্ মো. রাশেদ জাহাঙ্গীর কবীর, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোসার্জারি, স্পাইন হিসেবে কর্মরত অধ্যাপক ডা. এম. এম. এহসানুল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল/ক্লিনিক্যাল নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের অধ্যাপক ডা. মো. জয়নুল ইসলাম, বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. সুশান্ত কুমার সরকার।

রংপুর মেডিকেল কলেজে সংযুক্ত অধ্যাপক ডা. মো. তোফায়েল হোসেন ভূঞা, ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত অধ্যাপক ডা. সৌমিত্র সরকার, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের ক্লিনিক্যাল নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান, গামা নাইফ বিভাগের অধ্যাপক ডা. মো. শফিউল আলম, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির অধ্যাপক ডা. দীপঙ্কর লোধ।

শহীদ এম. মনসুর আলী মেডিকেলের ইএনটি বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান কবীর, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি বিভাগের অধ্যাপক ডা. মুহম্মাদ আশেকুর রহমান ভূঞা, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আমজাদ হোসেন, খুলনা মেডিকেল কলেজে সংযুক্ত অধ্যাপক ডা. সুতনু কুমার মণ্ডল, জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে সংযুক্ত অধ্যাপক ডা. রওশন আরা বেগম এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top