সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২


রাজউক ও জাইকার সহায়তায় ঢাকায় TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫ ১৯:০৫

আপডেট:
২৪ নভেম্বর ২০২৫ ০২:৩০

ছবি : সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়নাধীন “Project for Development of Policy and Guidelines for Transit Oriented Development along Mass Transit Corridors” শীর্ষক প্রকল্পের চতুর্থ সেমিনার আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে Japan International Cooperation Agency (JICA) এর কারিগরি সহায়তা ছিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন মোঃ নজরুল ইসলাম, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মিঃ ইচিগুচি তমহিদে, JICA বাংলাদেশের প্রধান রিপ্রেসেন্টেটিভ। সেমিনারের সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।

সেমিনারের সূচনা বক্তব্যে রাজউকের নগর পরিকল্পনাবিদ ও প্রকল্প পরিচালক মাহফুজা আক্তার প্রকল্পের প্রেক্ষাপট, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (TOD) গাইডলাইন ইতিমধ্যেই সরকার কর্তৃক অনুমোদিত ও গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

সেমিনারে জাইকা পরামর্শক প্রতিষ্ঠান মিজ নোজমি হিসিদা TOD এর ধারণা, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক, দুইটি স্টেশন কেন্দ্রিক পাইলট কেস স্টাডি, জাপানে TOD বিষয়ক প্রশিক্ষণ, Right Conversion Rules খসড়া এবং গাবতলী স্টেশন এলাকার সমন্বিত উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এছাড়া উত্তরা সেন্টার স্টেশনে রাজউক ও মেট্রো রেল কোম্পানির যৌথ উদ্যোগে প্রথম TOD Development প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়।

ঢাকার TOD বাস্তবায়নের চ্যালেঞ্জসম্ভাবনা তুলে ধরেন রাজউকের সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনারেল মোঃ মঈন উদ্দিন।

সেমিনারে অংশগ্রহণকারীরা TOD গাইডলাইন ও পাইলট প্রকল্প সম্পর্কিত প্রশ্ন ও মতামত প্রদান করেন। উল্লেখ্য, প্রকল্পের প্রথম সেমিনার ২০২২ সালে, দ্বিতীয় ২০২৩ সালে এবং তৃতীয় ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল।

প্রধান অতিথি সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “পরিবর্তন আনতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। রাজউক একটি বসবাসের অযোগ্য শহরকে বাসযোগ্য করার চেষ্টা করছে। সমালোচনা না করে আমাদের সহযোগিতা করতে হবে।”

বিশেষ অতিথি সচিব মোঃ নজরুল ইসলাম বলেন, “রাজউক ও জাইকার সহযোগিতা নগর মানসিকতার পরিবর্তন প্রতিফলিত করছে। TOD প্রকল্পের সাফল্য টেকসই রূপান্তরের ভিত্তি স্থাপন করেছে।”

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “গেজেটেড TOD নির্দেশিকাতে টিওডি জোনগুলো ঘন, উচ্চমানের এবং ন্যায্য উন্নয়নকে উৎসাহিত করছে, যা হাঁটার দূরত্বের মধ্যে গণপরিবহন নেটওয়ার্কের পরিপূরক। TOD প্রকল্পের সফল বাস্তবায়নে আন্তঃসংস্থা সমন্বয় অপরিহার্য।”



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top