বুধবার, ১৪ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


গ্যাস-চালিত বিদ্যুৎ থেকে সরছে পাকিস্তান


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৩

আপডেট:
১৪ মে ২০২৫ ০০:৩৬

 ফাইল ছবি

অর্থনৈতিক দুরাবস্থার কারণে খরচ সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। এর অংশ হিসেবে এবার গ্যাসের বদলে কয়লা-চালিত বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝোঁকার পরিকল্পনা করছে দেশটি।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী খুররাম দস্তগির খান বলেছেন, ‘গ্যাস-চালিত আর কোনো বিদ্যুৎ কেন্দ্রও নির্মাণ করব না আমরা। এর বদলে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা চারগুণ বৃদ্ধি করা হবে।’ মূলত বৈদিশিক মুদ্রার রিজার্ভ সাশ্রয়ে এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে ইসলামাবাদ।

গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হওয়ায় গত বছরের বেশিরভাগ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পাকিস্তান। দেশটির মোট বিদ্যুতের প্রায় তিনভাগই গ্যাস-চালিত বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদিত হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনার সামর্থ্য হারায় পাকিস্তান।

পাক জ্বালানিমন্ত্রী বলেছেন, ‘দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশে আর তরলীকৃত গ্যাস নেই।’ তিনি জানিয়েছেন, অভ্যন্তরীণভাবে বর্তমানে তারা কয়লা-চালিত বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ১০ গিগাওয়াটে উন্নীত করতে চান। বর্তমানে এটি ২ দশমিক ৩১ গিগাওয়াটে আছে।

জ্বালানীমন্ত্রী দস্তগির বলেছেন, ‘আমাদের বিশ্বের সবচেয়ে সেরা কার্যকরী এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে। কিন্তু এগুলো চালানোর গ্যাস আমাদের নেই।’

তিনি আরও বলেছেন, ‘এটি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের খরচ কমানোর প্রশ্ন না। অভ্যন্তরীণ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার বিষয়টিও রয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ।’

এদিকে পাকিস্তানে বর্তমানে চীনের অর্থায়নে নির্মিত একটি কয়লা-চালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। যা অভ্যন্থরীণ কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে।

কয়লা ছাড়াও পাকিস্তান এখন তাদের সৌর, হাইড্রো এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ওপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন পাক জ্বালানিমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top