সোমবার, ৩রা নভেম্বর ২০২৫, ১৮ই কার্তিক ১৪৩২


ট্রাম্পের হামলার হুমকিকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার


প্রকাশিত:
২ নভেম্বর ২০২৫ ২২:৩৩

আপডেট:
৩ নভেম্বর ২০২৫ ০৫:১২

ফাইল ছবি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও “নির্মম” হামলা চালানো হতে পারে।

এই হুমকি দেওয়ার একদিন আগেই নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থিদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এ হামলার হুমকির জবাবে কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে উল্টো এটিকে স্বাগত জানিয়েছে নাইজেরিয়ার সরকার।

তারা বলেছে, নাইজেরিয়ার ভৌগলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে যদি যুক্তরাষ্ট্রর উগ্রপন্থিদের দমনে হামলা চালায় তাহলে তারা এতে সম্মতি দেবে

নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ড্যানিয়েল বাওয়ালা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “যুক্তরাষ্ট্র যতক্ষণ আমাদের অখণ্ডতাকে সম্মান জানাবে ততক্ষণ পর্যন্ত তাদের এ সহায়তাকে আমরা স্বাগত জানাব। আমি বিশ্বাস করি দুই দেশের নেতা যখন দেখা করবেন এবং বৈঠকে বসবেন, তখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আমরা ভালো কিছু পাব।”

এরআগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু খ্রিস্টানদের ওপর হত্যাযজ্ঞ চালানোর দাবি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, তার দেশ ধর্মীয় কারণে কোনো হত্যাযজ্ঞকে সমর্থন দেয় না।

তিনি এক বিবৃতিতে বলেন, “২০২৩ সাল থেকে, আমাদের প্রশাসন খ্রিস্টান ও মুসলিমউভয় সম্প্রদায়ের নেতার সঙ্গেই খোলামেলা এবং সক্রিয় সম্পর্ক বজায় রেখেছে। একইসাথে, প্রশাসন ধর্ম-নির্বিশেষে এবং অঞ্চলভেদে নাগরিকদের প্রভাবিত করে এমন নিরাপত্তাজনিত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে চলেছে।”

নাইজেরিয়ায় প্রায় ২০ কোটি মানুষ বাস করেন। দেশটির উত্তরাঞ্চলে মুসলিম আর দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জায়গায় খ্রিস্টানরা থাকেন।

সূত্র: রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top