সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬, ৬ই মাঘ ১৪৩২


গ্রিনল্যান্ড কেন দখল করতে চান, জানালেন ট্রাম্প!


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬ ১৪:০৮

আপডেট:
১৯ জানুয়ারী ২০২৬ ১৬:১৫

ছবি-সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন গ্রিনল্যান্ড দখল করতে চান, তা স্পষ্ট করলেন তিনি। তার মতে, গ্রিনল্যান্ড থেকে ‘রাশিয়ান হুমকি’ দূর করতে কিছুই করতে পারেনি ডেনমার্ক।

তাই সময় এসেছে এটি দখল করার। রোববার (১৮ জানুয়ারি) এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্স ও আনাদোলুর।

ট্রাম্প তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, ‘২০ বছর ধরে ডেনমার্ককে বলা হচ্ছে যে, গ্রিনল্যান্ড থেকে রাশিয়ার হুমকি দূর করতে হবে। দুর্ভাগ্যবশত, ডেনমার্ক এ ব্যাপারে কিছুই করতে পারেনি।’

এ বিষয়ে রয়টার্স মন্তব্যের অনুরোধ জানালে হোয়াইট হাউস, ইউরোপীয় ইউনিয়নে ডেনিশ প্রেসিডেন্সি এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এদিকে, ট্রাম্প দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলেছেন, তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিকানা চান।

ট্রাম্পের এই দাবির বিরোধীতা করে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয় দেশের নেতারা জোর দিয়ে বলেন, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।

শনিবার ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে না পারা পর্যন্ত ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

এছাড়া ট্রাম্প বলেন, চীন ও রাশিয়ার দখলদারিত্বের উপস্থিতি গ্রিনল্যান্ডকে মার্কিন নিরাপত্তা স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে।

তবে, ড্যানিশ এবং অন্য ইউরোপীয় কর্মকর্তারা উল্লেখ করেছেন যে গ্রিনল্যান্ড ইতিমধ্যেই ন্যাটোর যৌথ নিরাপত্তা চুক্তির আওতাভুক্ত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top