শনিবার, ৩রা জানুয়ারী ২০২৬, ২০শে পৌষ ১৪৩২


মামলা অনুমোদন

মাহী বি চৌধুরীর ২০ কোটি টাকার অবৈধ সম্পদ


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫ ১৬:২৮

আপডেট:
৩ জানুয়ারী ২০২৬ ১০:৫০

ফাইল ছবি

সাড়ে ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশ দলের যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৪ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলা অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম জানিয়েছেন।

দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) জাহাঙ্গীর আলম বাদী হয়ে শিগগিরই মামলাটি দায়ের করবেন।

দুদক সূত্রে জানা যায়, মাহী বদরুদ্দোজা চৌধুরী তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যের সম্পদ গোপন করেছেন এবং মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দিয়েছেন। এছাড়া ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ দখলে রেখেছেন।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, মাহী বদরুদ্দোজা চৌধুরী দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন করতে ৬৮ একর জমির বায়না চুক্তি করে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা সম্পাদন করে পরবর্তী সময়ে তার মালিকানাধীন প্রতিষ্ঠান এভালন এস্টেট লিমিটেডের নামে ক্রয়পূর্বক অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ করেছেন।

তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা অনুমোদন হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top