মামলা জট কমাতে সবার সহযোগিতা চাইলেন প্রধান বিচারপতি
প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬ ১৬:৩৯
আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ২০:৩৬
আদালতে মামলা জট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ নেওয়ার পর রবিবার (৪ জানুয়ারি) প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলার জট কমাতে সহযোগিতা করতে হবে সবাইকে। আইনজীবীদের ন্যায়ের পথে থাকার আহ্বানও জানান প্রধান বিচারপতি।
গত ২৮ ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের অবকাশ থাকায় এর মধ্যে তিনি আদালতে বিচারিক কার্যক্রমে অংশ নেননি।
অবকাশের পর রবিবার সুপ্রিম কোর্ট খোলার দিন তাকে সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাসে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগকে ‘সিন্ডিকেটমুক্ত’ করতে প্রধান বিচারপতিকে ‘শুদ্ধি অভিযান’ চালানোর আহ্বান জানান। তারপর বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘অনেক আইনজীবী বিচারিক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিচার বিভাগ দুর্নীতি মুক্ত না হলে মামলার জট কমবে না।’
প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে আপিল নিভাগের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: