শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর ইন্তেকাল


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২১ ১৭:৫৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১০:৫৭

ফাইল ছবি

দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী ইন্তেকাল করেছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে হিলালীর শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়াইন্না ... রাজিউন)।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন হিলালী।

তিনি ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ জাতীয় প্রেসক্লাবে ডিএসইসির বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁওয়ের বাসা থেকে বের হচ্ছিলেন হিলালী। এমন সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিলালীর প্রথম জানাজা তার কর্মস্থল ভোরের কাগজ ভবনে, এর পর জাতীয় প্রেসক্লাবে হবে। সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে দাফন করা হবে। হিলালীর স্ত্রী, একমাত্র মেয়ে সামারা হিলালী রেখে গেছেন। হিলালীর ছোটভাই মোহাইমেন মানি দৈনিক যুগান্তরের কম্পিউটার বিভাগের শিফট ইনচার্জ।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিকদের মধ্যে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top