শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


স্বামীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২২ ০৪:১৬

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৮:২৫

 ছবি : সংগৃহীত

সাভারের সিমটেক্স ইন্ডাস্ট্রিজে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ রিপন শেখ। এ ঘটনায় হামলাকারীদের দ্রুতবিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন তার স্ত্রী কনা ইসলাম।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

কনা ইসলাম জানান, গুলিতে তার স্বামীর বিশেষ অঙ্গ ছিন্ন-ভিন্ন হয়ে যায়। তার আর স্বাভাবিক জীবনে ফিরে আসার উপায় নেই। এ পর্যন্ত ১১ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তার স্বামী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি জানান, গত ৩১ আগস্ট বিকাল ৪টায় সাভার বিরুলিয়া খাগানে অবস্থিত ফ্যাক্টরিতে একদল বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। এসময় তাদের ছোড়া গুলিতে তার স্বামী রিপন শেখ কর্মরত থাকা অবস্থায় গুরুতর আহত হন।

কনা আরও জানান, এসময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে প্রতিষ্ঠানটির প্রডাকশন ম্যানেজার ভারতীয় নাগরিক শ্রী নিভাশ রাও তাল্লরি, ড্রাইভার রফিকুল ইসলাম, ট্রান্সপোর্ট অফিসার জাহাঙ্গীর আলমসহ আরও কয়েজন গুরুতর আহত হন।

স্থানীয় থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহত অবস্থায় তার স্বামীসহ অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে পক্ষ থেকে গত ১ সেপ্টেম্বর সাভার থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে তার স্বামী রিপন শেখের জীবন সংকটাপন্ন। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কনা ইসলামের আত্মীয় এবং তার শুভাকাঙ্ক্ষী অ্যাডভোকেট কাজী শাহানারা ইয়াসমিন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top