রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


মালিতে বাংলাদেশ শান্তিরক্ষী ইউনিট পরিদর্শনে জাতিসংঘের টিম


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩৪

আপডেট:
১১ মে ২০২৫ ১১:১৮

ছবি সংগৃহিত

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ (রোটেশন-৪) পরিদর্শনে আসেন জাতিসংঘ সদর দপ্তরের পিএইটি (পারফরমেন্স অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভেলুয়েশন টিম) ডেলিগেশন দল। শনিবার (১১ ফেব্রুয়ারি) নিউইয়র্ক সদর দপ্তরের পুলিশ ডিভিশনের চিফ অব সিলেকশন ও রিক্রুটমেন্ট আতা ইয়েনিগুনের নেতৃত্বে ১২ সদস্যের টিম মালির গুন্দাম ক্যাম্প পরিদর্শনে আসেন।

ব্যানএফপিইউ-২ এর কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। অ্যাডমিন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকারের নেতৃত্বে একটি চৌকস নারী দল গার্ড অব অনার প্রদান করে ডেলিগেশন টিমকে ক্যাম্পে স্বাগত জানায়। পরে কনফারেন্স রুমে বাংলাদেশ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, লজিস্টিকস সক্ষমতা, অপারেশনাল দক্ষতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সংক্রান্তে একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মালিতে শান্তি প্রতিষ্ঠায় ও মিনুসমা ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ শান্তিরক্ষীদের কার্যক্রম তুলে ধরা হয়।

প্রতিনিধি দল কন্টিনজেন্টের লজিস্টিকস সরঞ্জামাদি, হাসপাতাল, অস্ত্রাগার, যানবাহন, ব্যারাক, কিচেন, মেস, ডাইনিং ও ডিউটি পোস্টগুলো পরিদর্শন করেন। অতিথিদের সম্মানে একটি সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে তুরস্কে ঘটে যাওয়া সাম্প্রতিক সময়ের ভয়াবহ ভূমিকম্পে নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতিসংঘ সদর দপ্তরের ডেলিগেশন টিম কর্তৃক বাংলাদেশ শান্তিরক্ষীদের একটা বিশেষ প্রকাশনা ‘পিসকিপার নোট’ বইয়ের মোড়ক উন্মোচন করানো হয়।

গত ১৪ জানুয়ারি থেকে মালিতে শান্তিরক্ষায় বাংলাদেশ শান্তিরক্ষীদের অভিজ্ঞতা, অনুভূতি ইত্যাদি বিষয়গুলো লেখনীর মাধ্যমের সুভেনিরে তুলে ধরা হয়েছে। প্রতিনিধি দল মিশনের শত চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্যেও এরকম একটি ব্যতিক্রমী প্রকাশনা বের করায় অবাক হন। তারা প্রকাশনাটি জাতিসংঘ সদর দপ্তরে মডেল হিসেবে পেশ করবেন ও সংরক্ষণ করবেন বলে জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিকূল পরিবেশেও অত্যন্ত সুনামের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। তিনি শান্তিরক্ষা মিশনে নারী সদস্যদের অংশগ্রহণ ও তাদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশ প্রধান পুলিশ কমিশনার জেনারেল বেটিনা প্যাট্রিসিয়া বুগানি, মিনুস্মা হেড কোয়ার্টার্সের এফপিইউ কো-অরডিনেটর হাম্মানজাবু স্যামুয়েল, নদিয়া ডিম্বা, তিন্বুক্তো রিজিওয়েনর রিজিওনাল কমান্ডার সানাও দিওফ, জাতিসংঘ সদর দপ্তরের কর্মকর্তা হারিস আহমেদ ও ক্রস্টিনা মারিয়া। এছাড়া আইভরিকোস্ট মিলিটারী কন্টিনজেন্টের কমান্ডার ক্যাপ্টেন কুলিবালি, ইউএনপোল টিম লিডার ক্লিমেন্সসহ অন্যান্য আইপিও, জাতিসংঘের সিভিল সদস্য ও ব্যানএফপিইউ-২ এর কমান্ডিং স্টাফরা এসময় উপস্থিত ছিলেন। অতিথিরা মালির গুন্দাম ক্যাম্পে সাহারা মরুভূমির প্রান্তে একটি করে বৃক্ষরোপণ করেন।

ব্যানএফপিইউ-২ এর কমান্ডার প্রধান অতিথিসহ অন্যান্য সব অতিথিকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন। অতিথিরা বাংলাদেশ কন্টিনজেন্টের উষ্ম অভ্যর্থনায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। জাতিসংঘ সদর দপ্তরের পায়েট ডেলিগেশন্স দল বাংলাদেশ কন্টিনজেন্টের পারফর্মেন্স বিশেষ করে লজিস্টিকস অফিসার কামারুম মুনিরা, অপারেশন্স অফিসার আমিনুর রহমান, ট্রেনিং ও ডিউটি অফিসার মো. মুকিত হাসান খাঁনসহ ব্যানএফপিইউ-২ এর সার্বিক পারফরমেন্স মূল্যায়নে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করে রোমাঞ্চকর স্মৃতি নিয়ে ১২ ফেব্রুয়ারি গুন্দাম ক্যাম্প ত্যাগ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top