মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সাক্ষাৎ


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৩ ০৯:১৯

আপডেট:
১৪ মে ২০২৪ ২৩:২২

শেখ হাসিনা এবং শেখ রেহানাকে ব্রাজিলের জাতীয় দলের জার্সি উপহার দেন রোনালদিনহো। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক ব্রাজিল ফুটবলের ভক্ত আছে। বিশ্বকাপের সময় এটা আরও বেশি দেখা যায়। রোনালদিনহোর ফুটবল দক্ষতার প্রশংসা করেন সরকারপ্রধান।

ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা এবং শেখ রেহানাকে ব্রাজিলের জাতীয় দলের জার্সি উপহার দেন রোনালদিনহো।

সাক্ষাৎ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন রোনালদিনহো।

প্রধানমন্ত্রী রোনালদিনহোকে নৌকার একটি প্রতিকৃতি উপহার দেন।

এর আগে বিকেল তিনটার দিকে কলকাতা থেকে ঢাকায় আসেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো।

গত জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top