সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একেএম এনামুলের শ্রদ্ধা নিবেদন


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৩ ১৮:৪৬

আপডেট:
১২ মে ২০২৫ ১৮:৫৩

ছবি-সংগৃহীত

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে এ শ্রদ্ধা জানান তিনি। এরপর দোয়া ও মোনাজাত করেন তিনি।

পরে একেএম এনামুল হক শামীম বলেন, আমাকে দ্বিতীয়বারের মতো নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরের মানুষের সেবা করার জন্য দলীয় মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ৫ বছরে বঙ্গবন্ধু কন্যার কারণেই নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরের উন্নয়নে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে আমার অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারব।

এসময় এনামুল হক শামীমের স্ত্রী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাহমিনা খাতুন শিলু, ছোট কন্যা ইফরাহ আশ্রাফী হক, শরীয়তপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top