জুলাই মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
 প্রকাশিত: 
 ৯ জুন ২০২৫ ০৯:৫৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৫০
 
                                জুলাই-আগস্ট আন্দোলনে হত্যা বা হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৯ জুন) যাত্রাবাড়ী থানা পরিদর্শন ও ঈদে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি একথা বলেন।
থাইল্যান্ডে চিকিৎসা শেষে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের রোববার (৮ জুন) দেশে ফেরার বিষয়টি সামনে রেখে সাংবাদিকরা তার কাছে এ বিষয়ে জানতে চান। আব্দুল হামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জুলাই আন্দোলনের অনেক মামলার তদন্ত হয়নি। তদন্ত শেষে যিনি অপরাধী প্রমাণিত হবেন তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। নির্দোষ কেনো ব্যক্তি যাতে সাজা না পায়। তাই তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্তদের আইনের আওতায় আনা হবে। আইনের বাইরে কেউ নয়।’
ফৌজদারি মামলার তদন্তে দোষ বা অপরাধ মোটামুটি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্দোষ একজন মানুষকে কেন সাজা দেব।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট। এ ঈদে রাজধানীসহ দেশের কোথায় বড় ধরনের কেনো ঘটনা ঘটেনি। সড়ক দুর্ঘটনায় কিংবা ছোটখাটো দুই-একটা চুরি ছাড়া কেনো ঘটনা নেই। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট।’
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘আজ আমরা এখানে এসেছি দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও তাদের খাওয়া-দাওয়ার বিষয়টি দেখার জন্য। তারা জানিয়েছেন তাদের দুপুরের ও রাতের খাবার একই, তবে দাম ভিন্ন। তাই আমরা বলেছি, একই মূল্য ধরার জন্য। এছাড়াও একজন উপ-পরিদর্শককে (এসআই) খাবারের সময় দেখভালে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যাতে ঈদে তাদের খাবারের বিষয়গুলো খেয়াল রাখা হয়।’

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: