বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২


ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা


প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫ ১৪:৩২

আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ১২:০১

ছবি সংগৃহীত

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে তিন ধাপ এগিয়ে ৯৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। এর আগে ২০২৪ সালে বাংলাদেশের পাসপোর্ট ৯৭তম স্থানে ছিল।

বুধবার (২৩ জুলাই) হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রকাশিত সর্বশেষ তালিকায় এ তথ্য উঠে এসেছে।

হেনলি পাসপোর্ট ইনডেক্স ১৯৯টি দেশের পাসপোর্টের ভিসা-মুক্ত প্রবেশাধিকার ২২৭টি গন্তব্যের সঙ্গে তুলনা করে র‍্যাঙ্কিং করে। ভিসা ছাড়া, আগমনের পর ভিসা (VOA), ভিজিটর পারমিট বা ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি (ETA) থাকলে ১ পয়েন্ট দেওয়া হয়। অন্যদিকে আগাম ই-ভিসা বা অনুমোদিত ভিসা নিতে হলে ০ পয়েন্ট হিসেবে ধরা হয়।

প্রতিটি পাসপোর্টের মোট স্কোর নির্ধারণ করা হয়, কতটি গন্তব্যে পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারবে তার ভিত্তিতে।

তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন তৃতীয় অবস্থান ভাগাভাগি করছে। চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। নিউ জিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড পঞ্চম অবস্থানে রয়েছে।

ইনডেক্স অনুযায়ী, এখন বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

সেই দেশ গুলো হলো—বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, কুক আইল্যান্ড, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রানাডা, গিনি-বিসাউ, হাইতি, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, মোজাম্বিক, নেপাল, জ্যামাইকা, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, গাম্বিয়া, পূর্ব তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

এই তালিকায় থাকা কিছু দেশ ও অঞ্চলে পৌঁছানোর পর অর্থাৎ অন অ্যারাইভাল ভিসার সুবিধা পাওয়া যায়। আর কয়েকটি দেশের জন্য ভ্রমণের আগে অনলাইনে ই-ভিসা নিতে হবে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top