আলিয়া মাদ্রাসাগুলোতে পূজার ছুটি না দেওয়ার দাবি
প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৩
আপডেট:
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৮

দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকায় আসন্ন দুর্গা পূজাসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সব ছুটি বাতিল করে মাদ্রাসা খোলা রাখার দাবি জানিয়েছে মাদ্রাসার শিক্ষক-ছাত্র এবং অভিভাবকরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
তিনি বলেন, আমরা অন্য ধর্মীয় অনুষ্ঠানের প্রতি কোনো অসম্মান না করে বলতে চাই— তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে এবং ছুটি ভোগ করবে এটাই স্বাভাবিক। এটা তাদের মৌলিক অধিকার। কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যেহেতু কোনো ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী নেই, সেক্ষেত্রে এই সংক্রান্ত ছুটি মাদ্রাসার জন্য অমূলক। যদি কোনো আলিয়াা মাদ্রাসায় ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষক থাকে তবে তিনি তার ধর্মীয় ছুটি ভোগ করতেই পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আলিয়াা মাদ্রাসার সব শিক্ষার্থীর উপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া শরিয়ত বিরোধী।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের এমন অনেক স্বনামধন্য আলিয়াা মাদ্রাসা রয়েছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে একজন ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীও নেই। যেমন– তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, আল-ফারুক ক্যাডেট মাদ্রাসা। এ অবস্থায় আলিয়াা মাদ্রাসায় অন্য ধর্মাবলম্বীদের ছুটি বাতিলের দাবি জানাচ্ছি। বিশেষ করে আসন্ন দূর্গা পূজাসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সব ছুটি বাতিল করে মাদ্রাসা খোলা রাখার জন্য দাবি জানাচ্ছি।
আপনার মূল্যবান মতামত দিন: