প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মবিরতি, ২ উপদেষ্টার পদত্যাগ দাবি
প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫ ১৩:১৫
আপডেট:
৯ নভেম্বর ২০২৫ ১৪:৩৪
দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সহকারী শিক্ষকদের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। সেই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে আন্দোলনকারী শিক্ষকদের নেতা মো. শামছুদ্দীন মাসুদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সকাল থেকে দেশের বিভিন্ন স্কুলে কর্মবিরতির খবর যেমন আসছে, তেমনই অনেক স্কুলে পাঠদানের খবরও পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দফা দাবি বাস্তবায়ন না করা, শাহবাগে নিরীহ শিক্ষকদের ওপর অতর্কিত হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শত শত শিক্ষককে আহত করার দায় হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে।
তিন দফা দাবি আদায় এবং পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়েছে।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো— ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৮ নভেম্বর থেকে শহীদ মিনারে অবস্থানের পর বিকেলে শাহবাগে এলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষকরা। একাধিক শিক্ষক আহত হয়েছেন। আটক হন বেশ কয়েকজন শিক্ষক।
শাহবাগ থানায় গ্রেফতারকৃতদের মুক্তি ও আহতদের সুচিকিৎসা এবং পুলিশি হামলার প্রতিবাদে রাত ১২টা ১টা মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। আজ রোববার (৯ নভেম্বর) সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আপনার মূল্যবান মতামত দিন: